Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

যুক্তরাষ্ট্রের লেউইস্টনে বন্দুক হামলা, নিহত ২২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন।

স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

লেউইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মেইনের লেউইস্টনে বুধবার গণ গোলাগুলির ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

এছাড়া মেইন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ আগে জানায়, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল। কিন্তু বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

স্থানীয় পুলিশ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে। যদিও কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলার সঙ্গে অন্তত দুই ব্যক্তি জড়িত। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হামলাকারীকে ধরতে অভিযান চলছে জানিয়ে, ঘটনার তদন্ত চলাকালীন ওই এলাকার সব দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ।

এছাড়া মেইন অঙ্গরাজ্য পুলিশও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। ফেসবুক পোস্টে তারা বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ‘অনুগ্রহ করে দরজা বন্ধ করে দিয়ে বাড়ির ভেতরে থাকুন। যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ব্যক্তিদের দেখতে পান, দয়া করে ৯১১ (জরুরি সেবা নম্বর) এ কল করুন।’

লেউইস্টনে পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে অবস্থিত এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর।

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লেউইস্টনের আশপাশের দু’একটি শহরেও সতর্কতা জারি এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

এমকে