Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

এবার বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

এবার বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

এবার বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: চরম নাটকীয়তার মাঝেই বিশ্বকাপ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৭ অক্টোবর। তার আগে সাকিব আল হাসানের দলের দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। এশিয়া কাপের হতাশাজনক ফল ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হার ছাপিয়ে তাদের সামনে এখন বড় লক্ষ্য। তবে তার আগেই বড় দুঃসংবাদ পেয়েছেন অধিনায়ক সাকিব, বিপরীতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর।

আজ (বুধবার) আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শান্ত বড় লাফ দিয়েছেন। ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়েছেন এই বাঁ-হাতি ক্রিকেটার। উঠে এসেছেন ৭৪তম স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫।

সর্বশেষ খেলা তিনটি ওয়ানডেতেই শান্ত দারুণ ধারাবাহিক। তার পঞ্চাশোর্ধ ইনিংসগুলোর চিত্রটা এমন- ৮৯, ১০৪ ও ৭৬। এক সময় ব্যাট হাতে ব্যর্থতার কারণে তুমুল সমালোচনার শিকার এই ব্যাটার এখন বাংলাদেশ দলে সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন।

এশিয়া কাপে মাত্র ২ ম্যাচ খেলার পরই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তার আগেই একটি করে শতক ও অর্ধশতকে ১৯৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে খেলেছেন ৭৬ রানের লড়াকু এক ইনিংস।